Android Mobile Tips




Android Mobile Tips: 

মোবাইল ফোন এর সাথে হেডফোন যা আমরা অনেক কজে ব্যবহার করে থাকি।অনেকে এটা ব্যবহার করে আবার অনেকে করে না ভিবিন্ন সমস্য এর কারনে। এই হেডফোন ভিবিন্ন ধরনের হয়ে থাকে ।


http://freeminit.blogspot.com
Android tips


১ ইন-এয়ার হেডফোন।
২ অন-এয়ার হেডফোন।
৩ ওয়্যারলেস হেডফোন।

Specification:

১ Acoustic System.২ Frequency Response.৩ Impedance.৪ Magnets.৫ Sensitivity.৬ Diapharagm.৭ Voice Coil.৮ Wireless Technology.৯ Noise Cancellation.


Android Mobile Tips:  আমরা অনেক সময় মোবাইলে রেডিও শুনতে চাই বা খেলার কোন খবর ও জানতে চাই। তাই অনকে সময় হেডফোন থাকে না সাথে, সে কারনে হয়ত সোনা হয় না।কিন্তু হেডফোন ছাড়া মোবাইলে রেডিও শুনা যায়।খুব সহজে আপনি শুনতে পারবেন হেডফোন ছাড়া।

Android Mobile Tips:  
হেডফোন ছাড়া মোবাইলে রেডিও শুনতে আপনাকে যা করতে হবে। আমাদের চলা ফেররা মাঝে সিগারেটের প্যাকেটে দেথতে পাই, সেই সিগারেটের প্যাকেটের ভিতর সিলভারের যে কাগজটি থাকে সেটি সংগ্রহ করে ঠিক হেডফোন এর মত সিলভারের কাগজটি-কে আপনি আপনার মত করে চিকন করে তৈরি করে নিন, তৈরি করা শেষ হলে আপনার ফোনের হেডফোন সকেটে ঢুকিয়ে দিন। তারপর আপনি দখতে পাবেন ফোনের ডিসপ্লে একটি ইয়ার ফোনের চিহ্ন উঠবে। তাহলে আপনি বুঝবেন হেডফোন অপশন চালু হয়ে গেছে। এরপর ফোনের লাউড স্পিকার দিয়ে রেডিও-টি শুনুন।

Android Mobile Tips.

***পাওয়ার ব্যাংক কেনার আগে এই জিনিস গুলো জেনে নিনঃ


আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা হয়তো জানিনা পাওয়ার ব্যাংক কেনার নিয়ম।স্মার্টফোন ছাড়া বর্তমান প্রজন্ম ভাবতেও পারা যায় না। যে যে স্থানে থাকে স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকে।শপিং থেকে ডেটিং স্মার্টফোন ছাড়া চলেই না আমাদের।


Android Mobile Tips:  আর এই সব নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আমাদের ফোনে অনেক সময় চার্জ ফুরিয়ে য়ায়। তাই ফোনের পাশাপাশি পাওয়ার ব্যাংক থাকা দরকার এবং অনেকের ও আছে বা কারও নেই । যারা নতুন পাওয়ার ব্যাংক কিনতে যাবেন তার এই বিষয় গুলো নজর দিবেন।

১. পাওয়ার ব্যাংক কিনার সময় মনে রাখবেন আপনার ফোনএর যে ব্যাটারির থেকে সেটার পাওয়ার ব্যাটারির ক্যাপাসিটি থেকে যেন পাওয়ার ব্যাংক এর ব্যাটারির ক্যাপাসিটি দ্বিগুণ হতে হবে।

২. কমপক্ষে ২.১ অ্যাম্পিয়ার কাউন্টের পাওয়ার ব্যাংক কিনার চেষ্ঠা করুন।

৩.পাওয়ার ব্যাংক ইউএসবি চার্জিং কানেক্টিভিটি রয়েছে কিনা তা দেখে নিন।

৪. এলইডি ইন্ডিকেটর লাইটের বোঝা যায় কিনা দেখুন।




0/Post a Comment/Comments

আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।

নবীনতর পূর্বতন

World's great Post