ভালবাসার কষ্টের এস এম এস
![]() |
love sms |
💘 ভাললাগার আর ভালথাকার দিনগুলো কেন যেন দীর্ঘ হয়না !!!
জীবন এমন একটা জায়গায় দাড় করিয়ে দেয়
ভাললাগাটা ধরে রাখতে গেলে
হারাতে হয় জীবনের বাস্তবতা !!!
আর বাস্তবতা মেনে নিলে হারাতে হয় স্বপ্নগুলোকে !!!
💘 মাঝে মাঝে নিজেকে একা ভাবতে খারাপ লাগেনা মাঝে মাঝে তোমাকে ভূলে থাকার অভিনয়ে জয়ী হয়ে যাই মাঝে মাঝে তোমার অবহেলাকে ব্যাস্ততা ভাবতে ভালই লাগে মাঝে মাঝে তোমার থেকে দূরে থাকার ইচ্ছাটা প্রচন্ড হয় মাঝে মাঝে নিজেকে খুব বেশি তোমার অপরাধী মনে হয় ....!!
💘 চেনা মধ্য রাতে অচেনা এই আমি যার কোন উদ্দেশ্য নেই নেই কোন স্বপ্ন !!নেই কারো প্রতি আর গভীর কোন টান নেই আর মমতা ,নেই কোন দায়িত্ববোধ নেই আর কারো প্রতি বিন্দুমাএ ভালবাসা আছে শুধু সীমাহীন এক বুক শুন্যতা !!!
💘 খুব ইচ্ছা করে দূরের এই পথটা ধরে চলে যাই অনেক অনেক দূরে !!
একা একা অথবা সাথে থাকবে তুমি কিন্তু যখনই ভাবি
তুমি কি আমার সাথে থাকবে ?
কি এক বিষন্নতা আমাকে জড়িয়ে ধরে যেন
এমনটা তুমি আমার হয়েও আমার নও !!
💘 মন খারাপের দিনগুলোতে প্রথম প্রথম সবাই সঙ্গ
দেয় একদিন অথবা দুইদিনপর মন
খারাপ থাকার বিষয়টা বিরক্তির কারণ
হয়ে ওঠে সবার কাছেই শুধু কেউ বোঝেনা
কি ভিষণ কষ্টে মন ভেঙ্গে যায় কি ভীষণ
অভীমানে দূরে চলে যাই আপনজনদের
কাছ থেকে কেন আমি একাকী
💘 মাঝে মাঝে জীবনটাকে অসাধারণ সুন্দর মনে হয় তুমি আছো বলেই মনে হয় বেচে থাকাটা সার্থক মনে হয় তোমার ভালবাসার জন্যই
আরো কিছুদিন স্বপ্ন দেখা যায় সব দু:খগুলো আরো
একবার ভুলে নতুন করে জীবন সাজাতে
ইচ্ছা হয় শুধু তোমার জন্যই .......
সত্যি বলছি !!!
💘 কাল সারারাত তোমায় ভেবে কেদেঁছি ,
তোমায় ছাড়া থাকতে হবে তা মেনে নিয়েছি তুমি সুখে থাকো আমায় ছাড়া এর বেশি চাইনা কিছু আর !!!
💘 তুমি কি কখনও দূরের ওই নীল আকাশকে দেখেছো ?
দেখেছো কি আগ্রহ তার মাটির সাথে মিলনের!!
তুমি কি কখনও আকাশের কান্না দেখেছো ?
আকাশ কেন কাদে জানো ?
যেনো দূর থেকে মাটির একটু ছোয়া পায় সেই কারণে !!
একটু খানি ছোয়া পেতে আকাশ কেদেও সুখ খুজে নেয় ,
তাহলে আমি কেন পারবো না তোমাকে ভালবেসে সারাজীবন কেঁদে কাটাতে!!
💘 মাঝে মাঝে মনে হয় আমার নিজের বলে কোথাও কিছু নেই যা নিয়ে যাদের নিয়ে বেচে আছি তার সবাই অন্য কারো আমি
শুধূ পরগাছার মত বেচে আছি অন্যর দয়া
নিয়ে আর এই অনুভতিটা মটেও
কোন সুখের কল্পনা নয় !!!
💘 জীবনটাই এমন যে সে রাস্তায় তোমাকে একাই চলতে হবে কিছু সময় তুমি সঙ্গি পাবে তোমার সুখের মুর্হতগুলোতে কিন্তু দু;খের সময়টা তোমাকে একাই কাটাতে হবে এটাই নিয়তি ..!
তাকেই ভালোবাসো,
যার মন টা আগে কেউ একজন ভেঙ্গে ফেলেছে,
সে বুঝে মন ভাঙ্গার যন্ত্রণা কতোটা কষ্টময়,
যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো,
তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না ।
💘 জীবনে একটা দারুন স্বপ্ন ছিল’’
শুরু না হতেই ভেংঙ্গে গেল’’
একটা আশার প্রদিপ ছিল’’
জ্বলতে গিয়েই নিবে গেল’’
একটা প্রিয় মানুষ ছিল’’
পাওয়ার আগেই হারিয়ে গেল।
💘 কেন এত কষ্ট দিলে আমায়?
যার কারণে আজ আমি ছন্নছাড়া ।
এ হৃদয়ের প্রতিটি অংশ আছে তোমার ফিরে আসার প্রতীক্ষায়,
💘 আশা করি তুমি ফিরে আসবে আমার এ মনের মন্দিরে ।
আর ভালবাসায় ভরিয়ে দিবে আমার..!!
● আমায় তুমি কষ্ট দিয়ে যদি সুখি থাকো তাহলে আমি
পৃথিবীর সব চেয়ে সুখি মানুষ,,,,
আমার কাছ থেকে দুরে থেকে যদি তুমি খুশি হও তাহলে আমি খুশি ।কারণ তোমার সুখ এই আমার সুখ।
● হাজার কষ্ট পেয়েও তোমারই আশায় থাকি,
কেন না আমার এই পাগল মন আমায় বার বার বলে
তুমি একদিন আমার নিরশার্থ ভালবাসা বুঝতে পেরে আমার কাছে ফিরে আসবে।
● জানিনা ভালবাসা কেন আজ আমার সাথে লুকচুরি খেলছে ।
আমি জীবনে চলার পথে যাকে বেশি LIKE করতাম
সে আজ আমাকে HEAT করে ।
ভেবে ছিলাম যাকে নিয়ে মনের অজান্তে স্বপ্নের নদী পাড়ী দেব ।
সেই আজ আমাকে ঘৃনা করে ।
হয়তো আজ আমি তোমাকে হারিয়েছি আর যেই দিন তুমি আমাকে হারাবে সেই দিন তোমার চোখের জল
রেখে যাওয়া স্মৃতি গুলো
তোমাকেই স্মরন করিয়ে দেবে।
● নিরবে ভিজে যায় চোখের পাতা,,,
কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা,,,
জানিনা এই ভাবে কাটাতে হবে কতদিন,,,
আমার এই জীবনে কি আসবে না সূখের দিন..!
● যেভাবেই বাঁচি,
চে তো আছি জীবন আর
মরনের মাঝামাঝি তুমি আজ দুলছো সুখের দোলায়
আমি নয় জ্বলছি দুখের জ্বালায়...!
● মানুষের জিবনে যেমন অন্ধকার এর পর আলো আসে তেমনি দুঃখ এর পর সুখ তাহলে আমরা যদি একটি নতুন আলোর জন্য অপেক্ষা করতে পারি তাহলে দুঃখ এর পর সুখ এর জন্য না কেন?
● আমি সেই পাখি যার বাসা নেই,,,,,
আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই,,,
আমি সেই সাগর যার তিরে পানি নেই,,,
আমি সেই মানুষ যার এক টা মন আছে
কিন্তু বুঝার মতো কেউ নেই..!
● তাকেই ভালোবাসো,যার মন টা আগে কেউ একজন ভেঙ্গে ফেলেছে,সে বুঝে মন ভাঙ্গার যন্ত্রণা কতোটা কষ্টময়,যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো,তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না ।
● জীবনে একটা দারুন স্বপ্ন ছিল’’শুরু না হতেই ভেংঙ্গে গেল’’একটা আশার প্রদিপ ছিল’’জ্বলতে গিয়েই নিবে গেল’’একটা প্রিয় মানুষ ছিল’’পাওয়ার আগেই হারিয়ে গেল।
● কেন এত কষ্ট দিলে আমায়?
যার কারণে আজ আমি ছন্নছাড়া।
এ হৃদয়ের প্রতিটি অংশ আছে তোমার ফিরে আসার প্রতীক্ষায়,
আশা করি তুমি ফিরে আসবে আমার এ মনের মন্দিরে।
আর ভালবাসায় ভরিয়ে দিবে আমার..!!
■ আমায় তুমি কষ্ট দিয়ে যদি সুখি থাকো তাহলে আমি পৃথিবীর সব চেয়ে সুখি মানুষ,আমার কাছ থেকে দুরে থেকে যদি তুমি খুশি হও তাহলে আমি খুশি।কারণ তোমার সুখ এই আমার সুখ।
■ হাজার কষ্ট পেয়েও তোমারই আশায় থাকি,কেন না আমার এই পাগল মন আমায় বার বার বলে তুমি একদিন আমার নিরশার্থ ভালবাসা বুঝতে পেরে আমার কাছে ফিরে আসবে।
♡ জানিনা ভালবাসা কেন আজ আমার সাথে লুকচুরি খেলছে । আমি জীবনে চলার পথে যাকে বেশি LIKE করতাম সে আজ আমাকে HEAT করে । ভেবে ছিলাম যাকে নিয়ে মনের অজান্তে স্বপ্নের নদী পাড়ী দেব । সেই আজ আমাকে ঘৃনা করে । হয়তো আজ আমি তোমাকে হারিয়েছি আর যেই দিন তুমি আমাকে হারাবে সেই দিন তোমার চোখের জল রেখে যাওয়া স্মৃতি গুলো তোমাকেই স্মরন করিয়ে দেবে।
■ নিরবে ভিজে যায় চোখের পাতা,কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা,জানিনা এই ভাবে কাটাতে হবে কতদিন,আমার এই জীবনে কি আসবে না সূখের দিন..!
■ যেভাবেই বাঁচি, বেঁচে তো আছি জীবন আর মরনের মাঝামাঝি তুমি আজ দুলছো সুখের দোলায় আমি নয় জ্বলছি দুখের জ্বালায়...!
■ মানুষের জিবনে যেমন অন্ধকার এর পর আলো আসে তেমনি দুঃখ এর পর সুখ তাহলে আমরা যদি একটি নতুন আলোর জন্য অপেক্ষা করতে পারি তাহলে দুঃখ এর পর সুখ এর জন্য না কেন?
■ আমি সেই পাখি যার বাসা নেই.,,
আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই.,,,
আমি সেই সাগর যার তিরে পানি নেই.,,
আমি সেই মানুষ যার এক টা মন আছে ,,
কিন্তু বুঝার মতো কেউ নেই..!
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।