কি ভাবে ফেসবুক পেজ সম্পূর্ণভাবে মুছে ফেলবেন


free bangla tips
facebook id delete

কি ভাবে ফেসবুক পেজ সম্পূর্ণভাবে মুছে ফেলবেন :


ব্যবসা থেকে আরম্ভ করে ফান, টিপস, ব্রান্ড ইত্যাদি, বলতে গেলে প্রায় সব কাজেই ফেসবুক পেজ আমরা ব্যবহার করে থাকি, অনেকের ই-কমার্স বিজনেস করে থাকে তাদের অধিকাংশ পন্য সেল হয় ভিবিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তার মধ্যে ফেসবুক পেজ অন্যতম। আপনি যদি চান আপনার পেজটি কোন কারণে সম্পূর্ণভাবে মুছে ফেলতে তাহলে খুব সহজেই এটি করতে পারবেন কোন ঝামেলা বিহীন, ফেসবুক আপনাকে সেই সুযোগ করে দিয়েছে। তবে আমি মনে করি Page Delete করার পূর্বে কিছু সময় নিয়ে ভাবতে, অবশ্য ফেসবুক আপনাকে এমনিতেই ১৪ দিনের সময় দিবে, মানে আপনি  Page Delete করার পরও ১৪ দিনের মধ্যে চাইলে পেজ কে আবার সক্রিয় করতে পারবেন। কিন্তু ১৪ দিনের পর চাইলে ও আর পেজটি ফিরত পাবেন না। আপনি পেজ ডিলেট না করে প্রাইভেট করে দিতে পারেন এতে আপনার পেজ কোন পাবলিক দেখতে পাবেন না।



  • সাধারণ পক্রিয়ায় Facebook Login লগিন করুন > যেই পেজ মুছে ফেলতে চান সেই পেজে যাবেন> SettingsGeneralRemove Page


Fb id delete

  • এখন Delete এ ক্লিক করুন (নিচের লেখা গুলো পড়ে নেওয়া ভাল)
mini10bd.blogspot.com
free bangla tips




0/Post a Comment/Comments

আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।

নবীনতর পূর্বতন

World's great Post