![]() |
Facebook Delete |
আসসালামুয়ালাইকুম !
সকলকে শুভেচ্ছা জানিয়ে আরম্ভ
করছি পরম
করুণাময়ের নামে।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই
ভালই
আছেন।
আজকের টিউনের টাইটেলটা
নিশ্চয় দেখছেন,
তো চলুন টিউনে ফিরে
যাই।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয়
সামাজিক
যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক ।
যে কেউ চাইলেই এর একাউন্ট খুলতে
পারে ।
কিন্তু যে কেউ চাইলে সহজেই এর
একাউন্ট
ডিলিট করতে পারেনা।
আজ আমরা ফেসবুক আইডি স্থায়ী
ভাবে ডিলিট করা সম্বন্ধে জানবো।
ফেইসবুকের এ্যাকাউন্ট সেটিং
থেকে
Deactivate করা যায় কিন্তু স্থায়ী
ভাবে
ডিলিট করা যায় না।
যদি কোন কারনে এ্যাকাউন্ট
স্থায়ী
ভাবে
ডিলিট করতে হয় তবে এই টিউনটি
আশা
করি
আপনার উপকারে দিবে।
ভয় নেই কাজটি করার সাথে সাথে
ডিলিট
হবে না।
আপনাকে ১৫ দিন সময় দেওয়া হবে
ভেবে
দেখার যে আসলেই ডিলিট করবেন
কিনা।
এখন আপনি যদি ফেইসবুক
এ্যাকাউন্ট ডিলিট করতে
চান তবে এই টিউনটি মনযোগ
সহকারে পড়ুন এবং যা করতে বলা হয় তাই করুন।
এজন্য আপনাকে যা করতে হবে তা
হল,
![]() |
Deleted Facebook |
আপনি যেই এ্যাকাউন্ট টি ডিলিট করবেন সেটি ফেইসবুকে লগইন করার পর এখানে ক্লিক করুন
তারপর পাচওয়ার্ড দিয়ে সাবমিট করুন।
My Facebook
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর
mini10bd.blogspot.com এর সাথেই থাকবেন।
সবাইকে ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।