মন ভাঙ্গা কষ্টের এস এম এস SMS
![]() |
SMS |
■ আমি তো চাইনি হতে তোমার দু:খের কোন কারণ,চাইনি হতে রাত জাগা ওই তারার মত জেগে থাকো অকারণ,চাইনি হই তোমার চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের কোন ধারা,চাইনি হই তোমার ভাগ্যর কোন নির্মম ছলনা ..!
■ যাকে ভেবে আমার এই কষ্ট পাওয়া জানি একই কষ্ট পুষে রেখেছে সে মনে,,নিয়তি কেন এমন হয় ...???জানি তো পাশেই আছি দুজনে তবুও কেন হাজার মাইলের ব্যাবধান তাকে কাছে পেতে !!
■ আমি চলে যাবো তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে চাইলেও তুমি আর আমাকে ছুতে পারবে না !!মিস করবে কি ? আমার বিরহে চোখের কোণে একফোটা অশ্রুকণা ঝরবে কি?নাকি ভালো থাকবে তুমি আমাকে ছাড়াই নতুন কাউকে সাথী করে ??
■ তোমাকে যে সত্যিই ভালবাসে সে কখনও তোমার কোন সমস্যার কারণ হবে না ,পারলে সে দূরে সরে যাবে নিজের কষ্টগুলো বুকে চেপে..!!
■ সবাই চায তার প্রিয় মানুষটির কাছে থাকতে চায় কাছের মানুষটি তার প্রয়োজন বুঝক চায় তার যত্ন আর আদর চায় সে খেয়াল রাখুক সব সময় কিন্তু বেশির ভাগ মানুষরই সে সৌভাগ্য হয়না !!!
■ শিউলি ফুলগুলো দেখলে কেন জানি মনে হয় ওগুলো শিউলি তলাতেই সুন্দর,,হাতে নিলেই যেন সেটা নষ্ট হয়ে যাবে !!তেমনি কিছু সর্ম্পক শুধু ধরাছোয়ার বাইরে রাখতে হয় কাছে আসলেই সেটা নষ্ট হয়ে যায় ..!
■ তুমি জানোনা কতটা ভালবাসি তোমাকে তোমার একটু ভালবাসা পেতে আমি করতে পারিনা এমন কিছু নেই তেমনি আমি মেনে নিতে পারিনা তোমার অবহেলা তুমি জানতেও পারবেনা একটু খানি অবহেলা আর উদাসিনতা তোমাকে আমার কাছ থেকে কত যোজন দূরে সরিয়ে দিবে ..!
■ আমি এখনও আগের মত রাত জাগা পাখি হয়ে থাকি শুধু অপেক্ষা থাকে না তোমার ফোন আসার ভাবিনা একবারও বলবে ‘’অনেক রাত হলো ঘুমাতে যাও ,সকালে ওটা লাগবে না ’’জীবন চলে যায় জীবনের নিয়মে কারো জন্য সে থমকে দাড়ায় না ...
■ যেদিন প্রথম জেনেছিলাম তুমি আমাকে ভালবাসো আমি নির্বাক হয়ে তোমার মুখের দিকে তাকিয়েছিলাম তুমি জানোনা কি প্রচন্ড কান্না পাচ্ছিলো আমার ইচ্ছা করছিলো দৌড়ে এতোটা দূরে চলে যাই যেখান খেকে আমার কান্নার শব্দ তুমি শুনবে না যদিও সে কান্না ছিলো আমার সুখের এমন কান্না আমি সারাজীবন কাদতে চাই তবুও আমি বুঝে গিয়েছিলাম আমার কান্না তুমি দেখতে পারবেনা ..!!
■ আমার কান্নাটা চোখেই থাক সেটা না হয় নাইবা ঝরলো; মনের গহীনে কষ্ট লুকিয়ে তোমার হাসিটাই না হয় দেখে যাই, কি বা ক্ষতি তাতে ভালবাসা তো এমনই হয়।
🕹 আমি তো চাইনি হতে তোমার দু:খের কোন কারণ,চাইনি হতে রাত জাগা ওই তারার মত জেগে থাকো অকারণ,চাইনি হই তোমার চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের কোন ধারা,চাইনি হই তোমার ভাগ্যর কোন নির্মম ছলনা ..!
🕹 যাকে ভেবে আমার এই কষ্ট পাওয়া জানি একই কষ্ট পুষে রেখেছে সে মনে,,নিয়তি কেন এমন হয় ...???জানি তো পাশেই আছি দুজনে তবুও কেন হাজার মাইলের ব্যাবধান তাকে কাছে পেতে !!
🕹 আমি চলে যাবো তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে চাইলেও তুমি আর আমাকে ছুতে পারবে না !!মিস করবে কি ? আমার বিরহে চোখের কোণে একফোটা অশ্রুকণা ঝরবে কি?নাকি ভালো থাকবে তুমি আমাকে ছাড়াই নতুন কাউকে সাথী করে ??
🕹 তোমাকে যে সত্যিই ভালবাসে সে কখনও তোমার কোন সমস্যার কারণ হবে না ,পারলে সে দূরে সরে যাবে নিজের কষ্টগুলো বুকে চেপে..!!
🕹 সবাই চায তার প্রিয় মানুষটির কাছে থাকতে চায় কাছের মানুষটি তার প্রয়োজন বুঝক চায় তার যত্ন আর আদর চায় সে খেয়াল রাখুক সব সময় কিন্তু বেশির ভাগ মানুষরই সে সৌভাগ্য হয়না !!!
🕹 শিউলি ফুলগুলো দেখলে কেন জানি মনে হয় ওগুলো শিউলি তলাতেই সুন্দর,,হাতে নিলেই যেন সেটা নষ্ট হয়ে যাবে !!তেমনি কিছু সর্ম্পক শুধু ধরাছোয়ার বাইরে রাখতে হয় কাছে আসলেই সেটা নষ্ট হয়ে যায় ..!
🕹 তুমি জানোনা কতটা ভালবাসি তোমাকে তোমার একটু ভালবাসা পেতে আমি করতে পারিনা এমন কিছু নেই তেমনি আমি মেনে নিতে পারিনা তোমার অবহেলা তুমি জানতেও পারবেনা একটু খানি অবহেলা আর উদাসিনতা তোমাকে আমার কাছ থেকে কত যোজন দূরে সরিয়ে দিবে ..!
🕹 আমি এখনও আগের মত রাত জাগা পাখি হয়ে থাকি শুধু অপেক্ষা থাকে না তোমার ফোন আসার ভাবিনা একবারও বলবে ‘’অনেক রাত হলো ঘুমাতে যাও ,সকালে ওটা লাগবে না ’’জীবন চলে যায় জীবনের নিয়মে কারো জন্য সে থমকে দাড়ায় না ...
🕹 যেদিন প্রথম জেনেছিলাম তুমি আমাকে ভালবাসো আমি নির্বাক হয়ে তোমার মুখের দিকে তাকিয়েছিলাম তুমি জানোনা কি প্রচন্ড কান্না পাচ্ছিলো আমার ইচ্ছা করছিলো দৌড়ে এতোটা দূরে চলে যাই যেখান খেকে আমার কান্নার শব্দ তুমি শুনবে না যদিও সে কান্না ছিলো আমার সুখের এমন কান্না আমি সারাজীবন কাদতে চাই তবুও আমি বুঝে গিয়েছিলাম আমার কান্না তুমি দেখতে পারবেনা ..!!
🕹 আমার কান্নাটা চোখেই থাক সেটা না হয় নাইবা ঝরলো; মনের গহীনে কষ্ট লুকিয়ে তোমার হাসিটাই না হয় দেখে যাই, কি বা ক্ষতি তাতে ভালবাসা তো এমনই হয়।
নতুনদের জন্য সিপিএ মার্কেটিং থেকে আয় করার টিপস ।
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।