নিজস্ব প্রতিবেদক :
নিত্যনতুন স্মার্টফোনের পসরা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ জুলাই থেকে শুরু হয়েছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা। এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের দশম মেলা। এই মেলায় সবচেয়ে কম দামে ফোরজি ফোন এনেছে দেশের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান উই। ফোনটির মডেল
উইএল এইট’।
সাশ্রয়ী দামের এই ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর সমৃদ্ধ ফোনটিতে ১ জিবি র্যাম ও ৮ জিবি স্টোরেজ আছে। স্টোরেজ বাড়িয়ে নেয়ার সুযোগ আছে।
ফোনটিতে ছবির জন্য আছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের। এবারের মেলাতে গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে, 'উই' তাদের সমস্ত মডেলগুলির উপর দিচ্ছে বিশেষ মূল্যছাড়। প্রতিটি ফোনের সঙ্গে একটি নিশ্চিত উপহার থাকছে ।
উইর ফোনে কিনে লটারির মাধ্যমে বিশেষ পুরস্কার জিতে নেয়ার সুযোগ আছে। পুরস্কার হিসাবে থাকছে থাই এয়ারওয়েজের পক্ষ থেকে ব্যাংকক যাবার একাধিক রিটার্ন টিকেট, ইলেকট্রিক বাইক, বাই-সাইকেল, বাগডুম উপহার সামগ্রী, ব্লুটুথ হেডফোন,ব্লুটুথ স্পিকার, রেস্টুরেন্ট কুপন এবং স্মার্টফোন।
উই স্মার্টফোনের জেনারেল ম্যানেজার এ এম এহসান উল হক বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি গ্রাহক যেন আমাদের স্মার্টফোন কেনার পর নিজেকে বিজয়ী মনে করে, তাও আবার একবার নয়, বরং দুবার।
উই স্মার্টফোন ব্যাবহারকারীরা সারাদেশে ১৫০০ এর বেশি স্থানে সম্পূর্ণ বিনামূল্যে ও যত খুশি তত উই ওয়াইফাই এবং সর্বোচ্চ ১০০ জিবি পর্যন্ত ক্লাউড মেমোরি ব্যবহার এর সুযোগ পাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।