বিসমিল্লাহহির রাহমানির রাহিম
আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জানাবো অনলাইনে ওয়েবসাইট বানিয়ে আয় করার উপায় গুলার বিস্তারিত! অনলাইনে বিভিন্নভাবে আয় করার মধ্যে একটি ভাল মাধ্যম হচ্ছে ওয়েবসাইট বানিয়ে, ভাল ট্রাফিক এনে সেখান থেকে আয় করা। তবে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার ট্রাফিক গুলো বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন। আজকে সেগুলোই জানাবো এখানে। তবে আপনাদের যদি ওয়েবসাইট না থাকে আর আপনি যদি একটি ওয়েবসাইট বানাতে চান তাহলে blogger.com / বা
PMWHostom.Com এ ভিজিট করে বানিয়ে নিতে পারেন আপনার কাঙ্কিত ওয়েবসাইট। দরকারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সর্বোত্তক সাহায্য করব।
আপনার ওয়েবসাইট থেকে আয় করার বিভিন্ন উপায় :
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়-
আপনার ওয়েবসাইটে যদি ভাল ট্রাফিক থাকে তাহলে আপনি সেই ট্রাফিক গুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এ ইউজ করতে পারেন। অ্যাফিলিয়েশন করে আপনি খুবই সহজে প্রচুর টাকা আয় করতে পারেন। যেমনঃ আপনি যদি আমাজন এর একটি ২০০ ডলার এর প্রোডাক্ট এর অ্যাফিলিয়েশন করেন তাহলে আপনি পাবেন ২০-৩০ ডলার মত। থিমফরেস্ট এর প্রোডাক্ট মার্কেটিং করে আপনি পেতে পারেন ৩০% কমিশন মানে ২০০ ডলারের প্রোডাক্ট হলে ৬০ ডলার পাবেন আপনি। এরকম আপনার সাইটের কনটেন্ট এর সাথে মিলিয়ে আপনি বিভিন্ন প্রোডাক্ট এর মার্কেটিং করতে পারেন, আর আয় করতে পারেন নিশ্চিন্তে।
গুগল অ্যাডসেন্স ব্যবহার করে আয়-
![]() |
আপনার ওয়েবসাইট থেকে বিভিন্ন উপায়ে আয় করুন- freeminit.tk |
আপনার ওয়েবসাইট বা ব্লগ এ যদি প্রচুর ট্রাফিক থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটে গুগল এর অ্যাড বসিয়ে, অ্যাড ভিউ, ক্লিক এ টাকা পেতে পারেন। গুগল অ্যাডসেন্স তাদের কাস্টমারদের থেকে নেওয়া টাকার প্রায় ৮০ শতাংশই অ্যাড পাবলিশারদের দিয়ে দেয় ফলে ওয়েবসাইটে গুগল অ্যাড ব্যবহার করে মাসে অনেক টাকা আয় করা যায়।
ডিরেক্ট অ্যাড সেল-
আপনি চাইলে আপনার ওয়েবসাইটের বিভিন্ন প্লেসে ডিরেক্ট অ্যাড বসাতে পারেন, ডিরেক্ট অ্যাড ক্লায়েন্ট থেকে টাকা নিয়ে। সেক্ষেত্রে আপনার ট্রাফিকের ওপর ভিত্তি করে আপনি বিভিন্ন রেটে সময়ভিত্তিক এড সেল করতে পারেন। আর আপনার সাইটটি যদি ওয়ার্ডপ্রেসে বানানো হয় তাহলে আপনি একটি মাত্র প্লাগিন ব্যবহার করেই এই মাধ্যমে অ্যাড সেল করতে পারেন।
স্পন্সর্ড কনটেন্ট-
আপনি চাইলে আপনার ওয়েবসাইটে টাকা নিয়ে কোন কনটেন্টকে হাইলাইট করতে পারেন একটা নির্দিষ্ট সময়ের চুক্তিতে। স্পন্সর্ড কনটেন্ট/আর্টিকেল জিনিষটা ওয়ার্ডপ্রেস সাইটে একটু বেশি জনপ্রিয়
পেইড কনটেন্ট / ফোরাম-
আপনি চাইলে আপনার সাইটে কিছু পেইড পোস্ট বসিয়ে সে পোস্ট গুলো পড়ার অনুমতি দিতে টাকা নিতে পারেন আর আপনি চাইলে আপনার সাইটে প্রাভেট ফোরাম এর ব্যবস্থা রাখতে পারেন যাতে লিখতে/পড়তে হলে মান্থলি একটা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এরকম অনেক ফোরাম আজকাল ইন্টারনেটে দেখা যায়, আপনিও শুরু করতে পারেন।
কনটেন্ট/প্রোডাক্ট সেল করা-
আপনি চাইলে আপনার সাইটে বিভিন্ন সার্ভিস যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি সেল করতে পারেন অথবা ইবুক, অনলাইন কোর্স, কনসালটেন্সি সার্ভিস ইত্যাদি সেল করতে পারেন। এর মাধ্যমেও আপনি অনেক টাকা আয় করতে পারেন।
রিভিউ প্রকাশ করে-
আপনি বিভিন্ন সাইটের অথবা সার্ভিসের অথবা প্রোডাক্টের রিভিউ আপনার সাইটে টাকার চুক্তিতে প্রকাশ করতে পারেন। আপনার সাইটে ভাল ট্রাফিক থাকলে অনেকেই এই সার্ভিসটি নিবে আপনার কাছ থেকে।
ডোনেশন গ্রহণ-
![]() |
ওয়েবসাইট এ ডোনেশন নিয়েও পারেন আয় করতে- freeminit.tk |
আপনি চাইলে ডোনেশন গ্রহণ করার একটা ওয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে যারা আপনার সাইট থেকে ভাল সার্ভিস পাচ্ছে অথবা আপনার সাইটকে পছন্দ করে তাদের যদি টাকাপয়সা থাকে তাহলে তারা ডোনেট করবে, তবে বাংলা সাইট এ ডোনেশন পাওয়ার সম্ভাবণা অনেক কম যেহেতু আমরা বাঙ্গালীরা দান-খয়রাত কম করি…
আর পরিশেষে আপনি চাইলে আপনার ওয়েবসাইটটি বিক্রি করে দিতে পারেন, অনেকেই ভাল ট্রাফিক আছে এমন ওয়েবসাইট কিনতে চায়
আপনারা চাইলে খুব সহজেই ফেসবুক/টুইটার ইত্যাদি ব্যবহার করে মাত্র এক ক্লিকেই লগিন করে একটি কমেন্ট করে আমাদের উৎসাহ জানাতে পারেন। দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভাল লেখা উপহার দিতে পারি, ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন আর আমাদের জানিয়ে সংশোধন করার সুযোগ দিবেন। আপনিও এই সাইটে রাইটার হিসেবে যোগ দিতে চাইলে রেজিস্ট্রেশন করুন আর আমাদের সাথে কন্টাক্ট করুন।
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।