অ্যান্ড্রয়েড ফোন হ্যকিং-এর খবর প্রয়াই শোনা যাচ্ছে। হ্যাকারদের কূটনীতির কাছে ব্যর্থ হচ্ছে প্রযুক্তিবিদরাও। সম্প্রতি একটি বিশেষজ্ঞ দল জানিয়েছেন, হ্যাকাররা অ্যান্ড্রয়েড ফোনে কোনও ক্ষতিকারক অ্যাপ ইন্সটল করতে পারে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই।
ওই বিশেষজ্ঞ দল আরও জানিয়েছে, সব অ্যাপই ফোনের স্টোরেজ ব্যবহার করে। এখান দিয়েই আক্রমণ করতে পারে হ্যাকাররা। যেই পদ্ধতির নাম দিয়েছেন ম্যান-ইন-দ্যা-ডিক্স। তাঁরা জানান, কিছু অ্যাপ ডেভেলপার গুগলের অ্যাপ তৈরির কিছু নিয়ম মেনে চলেন না। সেখান দিয়েই আক্রমণ চালায় হ্যাকাররা।
হ্যাকররা ফোনের মালিকের অনুমতি ছাড়াই অ্যাপ ইনস্টল করতে সক্ষম, যার মাধ্যমে ব্যবহারকারীর ফোনের সমস্ত তথ্য ওই হ্যাকারদের হাতে চলে যায়। বিশেষজ্ঞদের তরফে বলা হয়েছে, তারা এই সংক্রান্ত একটি রিপোর্ট গুগলকে পাঠিয়েছে। তারা আশাবাদী গুগল তাদের এই ত্রুটি রুখতে খুব শীঘ্রই ব্যবস্থা নেবে।
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।