অবাক অফার আমাজনে ! সস্তার মোবাইল ঘিরে হইচই



সম্প্রতি ফ্লিপকার্টে বেশ কিছু সামগ্রীর উপর ৮০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। পিছিয়ে নেই আমাজনও। ভারতের বাজারে প্রথম বার লঞ্চ করল টেনর ডি২। সস্তার এই স্মার্টফোনের দাম ৬,৯৯৯ টাকা।

এই বিষয়ে অন্যান্য খবর
সস্তায় মিলছে দামি ব্র্যান্ডের মোবাইল, আকর্ষণীয় অফার আমাজন-এ
টেনর-এর এই মোবাইলটির সাইজ ৫.৪৫ ইঞ্চি, এইচডি সার্পোট করবে এই মোবাইলে। মোবাইলের পিছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। সামনের সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইটও।

বিউটিফ্লাই এবং ফেস ডিটেকশন ফিচারও রয়েছে ক্যামেরায়। স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর। র্যাম ২/৩ জিবি। মোবাইলটির স্টোরেজ ক্ষমতা ১২৮ জিবি পর্যন্ত। অ্যান্ড্রয়েড ভার্সন ৮.১ এবং ব্যাটারি ক্ষমতা ৩,২০০ এমএএইচ।

মোবাইলের দাম ৬,৯৯৯ টাকা এবং ৭,৯৯৯ টাকা। কালো ও সোনালি রঙের পাওয়া যাবে মোবাইলগুলি।

অগস্টের ২৮ তারিখ থেকে এই মোবাইলটি বিক্রি শুরু হবে। আমাজনেই প্রাইম মেম্বারশিপ নেওয়া গ্রাহকেরা ২৭ তারিখ থেকেই মোবাইলটি কেনার সুযোগ পাবেন।

0/Post a Comment/Comments

আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।

নবীনতর পূর্বতন

World's great Post