এয়ারটেল বন্ধ সিম পুনরায় চালু করে পাচ্ছেন ২০ জিবি অফার! সাথে থাকছে আকর্ষণীয় কলরেট।
আস সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পোস্টটির টাইটেল দেখে হয়ত বুঝেতে পেরেছেন যে, আজকে আমি এয়ারটেল বন্ধ সিম আফার নিয়ে বলব। মানে কিভাবে এই আফারটি লুফে নিবেন। চলুন জেনে নেই অফারটি পাওয়ার প্রক্রিয়া……
দেশের অন্যতম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য প্রতিনিয়ত দিচ্ছে আকর্ষণীয় লোভনীয় সব অফার।
তারই পরিপ্রেক্ষিতে এবার এয়ারটেলের বন্ধ সংযোগ চালু করলেই পাচ্ছেন ২০ জিবি ইন্টারনেট। তাই এখুনি খুঁজে বের করুন আপনার এয়ারটেল বন্ধ সিমটি
তারই পরিপ্রেক্ষিতে এবার এয়ারটেলের বন্ধ সংযোগ চালু করলেই পাচ্ছেন ২০ জিবি ইন্টারনেট। তাই এখুনি খুঁজে বের করুন আপনার এয়ারটেল বন্ধ সিমটি
- প্রথমে আপনার বন্ধ সিমটি অফারটির আওতাভুক্ত কিনা তা জানতে ডায়াল করুন *৯৯৯#
- যদি সিমটি বন্ধ অফারের যোগ্য হয় । তাহলে সিম চালু করেই ২১ টাকা রিচার্জ করে পাচ্ছেন ১ জিবি ডাটা সব ধরণের ব্যবহারের জন্য
- ১ জিবি ফেসবুক ডাটা।যার মেয়াদ ১০ দিন।
- ২১ টাকা রিচার্জে পাচ্ছেন ৩০ পয়সা প্রতি সেকেন্ডে অন নেটে (airtel/robi)
- ৬০ পয়সা প্রতি সেকেন্ডে অন্য অপারেটরে কথা বলার সুযোগ।
ব্যালেন্স চেক করতে ডায়াল *৮৪৪৪*৮৮#
বিঃদ্র – এই অফারটি প্রতি মাসে ১ বার নেওয়া যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।