সিম ছাড়াই কল করা যাবে ফোনে



এবার সিম ছাড়াই কল করা যাবে। এজন্য খরচ হবে অতিসামান্য। সেবাটি পেতে বছরে একবার সাবস্ক্রাইব করলেই হবে। অভিনব এই সেবা চালু হয়েছে ভারতে।
এই পরিষেবায় ভারতের যেকোনো নম্বরে ফোন করতে পারবেন অ্যাপের সাহায্যে। দেশটিতে এই সেবা চালু করেছে সরকারি প্রতিষ্ঠান বিএসএনএল। এই সেবাকে বলা হচ্ছে ইন্টারনেট টেলিফোনি সার্ভিস। যা ভারতে প্রথম।
বিএসএনএল-এর এই পরিষেবাটি পেতে ডাউনলোড করতে হবে ‘Wings’ নামের একটি অ্যাপ। এই অ্যাপ থেকে আনলিমিটেড কল করতে হলে বছরে ১০৯৯ রুপি দিয়ে সাবস্ক্রাইব করতে হবে।
ভারতের যেকোনো টেলিকম অপারেটরের ইন্টারনেট সার্ভিস বা wi-fi-এর মাধ্যমে ভারতের যেকোনো নম্বরে ফোন করা যাবে। এর জন্য অবশ্য বিএসএনএল-এর একটি মোবাইল নম্বরের সঙ্গে অ্যাপটি লিঙ্কড করতে হবে।

‘Wings অ্যাপটি ডাউনলোড করে বিদেশ থেকেও ভারতের যেকোনো নম্বরে ফোন করতে পারবেন গ্রাহকরা।
বিশ্বের যে কোনও প্রান্তে ওয়াইফাই সংযোগ মিললেই যেকোনো নম্বরে আনলিমিটেড কল করতে পারবেন ভারতের বিএসএনএল

0/Post a Comment/Comments

আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।

নবীনতর পূর্বতন

World's great Post