![]() |
জামালপুর |
জামালপুরের মাদারগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে এক ব্যক্তি।
মঙ্গলবার ওই নারীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে মাদারগঞ্জ থানার এসআই মো. আসাদুজ্জামান জানান।
নিহত ভানু বেওয়া (৭০) জামালপুর সদরের ইটাইল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
ঘটনার পর থেকে জামাতা রফিকুল ইসলাম বেপারী ওরফে ভাণ্ডারী পলাতক রয়েছেন।
এসআই আসাদুজ্জামান বলেন, রফিকুল ইসলাম বেপারী ওরফে ভাণ্ডারী সোমবার রাতে শাশুড়ি ভানু বেওয়াকে গলা কেটে হত্যার পর মির্জাপুর গ্রামের কাঠের বাগানে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে।
পরে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় ওই বৃদ্ধার আরেক মেয়ে কমলা বেগম বাদী হয়ে ভগ্নিপতি ভাণ্ডারীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।