প্রতিদিন ১ জিবি ডাটা অফার আনল রবি ।

robi 1 gb


ডেটা ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একটি আকর্ষণীয় ডেটা অফার এনেছে দেশের শীর্ষ ডিজিটাল সার্ভিস প্রোভাইডার রবি আজিয়াটা লিমিটেড। বিশেষ এ অফারের আওতায় গ্রাহকরা প্রতিদিন ১ জিবি পর্যন্ত ডেটা উপভোগ করতে পারবেন।

গ্রাহকরা ১৯৯ টাকা রিচার্জে প্রতিদিন ১ জিবি বা সপ্তাহে ৭ জিবি এবং ৯৯৯ টাকা রিচার্জে প্রতিদিন ১ জিবি বা ৩০ দিনে ৩০ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়া *১২৩*০১৯৯# ডায়াল করে ৭ দিনের এবং *১২৩*০৯৯৯০# ডায়াল করে ৩০ দিনের ডেটা অফারটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

ডেটা অফারটি সম্পর্কে রবির কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এ অফারটি আমাদের হেভি ডেটা ইউজারদের লক্ষ্যে চালু করা হয়েছে। ইতোমধ্যে দেশের ৬৪টি জেলার ৪ শ’ থানায় ৪ হাজার ৫শ’টির বেশি ৪.৫জি বিটিএস নিয়ে দেশের বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্ক গড়ে তুলেছে রবি। আমাদের বিশ্বাস, এই অফারের মাধ্যমে দেশব্যাপী আমাদের গ্রাহকরা ডিজিটাল লাইফস্টাইলের আনন্দ উপভোগ করতে পারবেন।’

0/Post a Comment/Comments

আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।

নবীনতর পূর্বতন

World's great Post