বাংলাদেশ কে হারানোর কি উপায় বলে দিল সাঙ্গাকারা



আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে পর্দা উঠতে যাচ্ছে এবারের এশিয়া কাপের ১৪তম আসরের। এবারের এই আসরটিতে গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলঙ্কা। আর সেই গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই পর্দা উঠবে এই আসরের।

আর আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। আর সেই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কড়া অনুশীলনে ব্যস্ত শ্রীলঙ্কা দল। আর সেই দলের সঙ্গে দেখা করে গিয়েছেন দলটির সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। বাংলাদেশকে হারানোর উপায় বলে দিলেন সাঙ্গাকারা! এমনটিই জানিয়েছেন দলটির স্পিন অলরাউন্ডার আকিলা ধনঞ্জয়া।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাঙ্গাকারা আমাদের সাথে দেখা করে গিয়েছেন। তিনি তার খেলা সম্পর্কে আমাদের সঙ্গে কথা বলেছেন। কিভাবে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যায় সেই বিষয়ে দীক্ষা দিয়েছেন।’

এছাড়াও নিজেদের এই দল নিয়ে তিনি বলেন, ‘আমরা দুই বছর ধরেই একসাথে খেলছি।
তাই বলা যায় আমরাও যথেষ্ট ভালো দল। এশিয়া কাপে অংশ নেওয়া চ্যালেঞ্জিং। আমরা তারুণ্য নির্ভর দল হলেও দলে কয়েকজন সিনিয়র আছে। স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।’

0/Post a Comment/Comments

আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।

নবীনতর পূর্বতন

World's great Post