নামটা বদল হয়েছে ঠিকই, কিন্তু আখেরে দেখা যাচ্ছে দিন কে দিন তেজ যেন বেড়েই চলেছে গুগল পে-র! আর্থিক লেনদেনের এই ডিজিটাল প্ল্যাটফর্ম এখন প্রায় রোজই নানা মনোহর সুযোগ নিয়ে আসছে ইউজারদের জন্য।
অতএব, যদি গুগল পে মারফত ১ লক্ষ টাকা জিততেই হয়, তা হলে লেখাই বাহুল্য, সবার আগে আপনার ফোনে ডাউনলোড করে নিতে হবে অ্যাপটা। তার পরের ধাপের শর্তাবলীগুলো কী কী?
খবর বলছে, গুগল পে মারফত ১ লক্ষ টাকা জিততে হলে সবার প্রথমে আপনাকে ন্যূনতম ৫টি আর্থিক লেনদেনের কোটা পূর্ণ করতেই হবে। এই ৫টি কোটার মধ্যে পড়ছে- পি২পি এবং ক্যাশ মোড ট্র্যানস্যাকশন- অন্য গুগল পে ইউজারদের অ্যাকাউন্টে, অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্র্যানস্যাকশন, ক্যাশ মোড-এর মাধ্যমে পেমেন্টস টু মার্চেন্ট, মার্চেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট এবং গুগল তেজ ইউপিআই আইডি মারফত পেমেন্ট!
জানা যাচ্ছে, এই পাঁচটি ধাপে আর্থিক লেনদেন সাঙ্গ হলেই ইউজারদের টাকা জেতার উপযুক্ত বলে বিবেচনা করবে গুগল পে। সেই মতো ৫ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে থাকবে ইউজারের উল্লেখ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বাদ বাকি তথ্যের জন্য চোখ রাখুন নীচের ভিডিওয়।
জানা যাচ্ছে, এই পাঁচটি ধাপে আর্থিক লেনদেন সাঙ্গ হলেই ইউজারদের টাকা জেতার উপযুক্ত বলে বিবেচনা করবে গুগল পে। সেই মতো ৫ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে থাকবে ইউজারের উল্লেখ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বাদ বাকি তথ্যের জন্য চোখ রাখুন নীচের ভিডিওয়।
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।