 |
Sazzad Sadia |
বাবার কাছে নাকি মেয়েরা বেশি প্রিয় হয়, আবার মেয়েরাও নাকি বাবার কাছ থেকেই বেশি আদর পান। কথাটায় যুক্তি না থাকলেও খুব একটা ভুলও নয় ।
আমার এক বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি,, বাবা তার মেয়েকেই সবচেয়ে বেশি ভালো বাসেন/ আদর করেন। আবার মেয়েরাই তাদের বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসেন/এবং যত্ননেন।
আমি ছোটবেলা থেকেই আমার যত আবদার তা মা কেই জানাতাম। আমার অনেক বড় আশ্রয়ের জায়গা ছিল আমার মা। আমার কি পরিমান যন্ত্রনা যে আমার মা হাসিমুখে সহ্য করেছেন তা বলে বোঝানো যাবে না। আমার একটা মেয়ে আছে, ও যখন খুব ছোট আমি তখন থেকে আমার মেয়েকে মা বলে ডাকি। আমার মেয়েটা একটু বুঝতে শেখার পর থেকেই আমাকে না দেখলে পাগল হয়ে যায়। আমার মায়ের মতই আমার মেয়েটা সাধারনত আমার কাছে তেমন কোন আবদার করে না। কিছু প্রয়োজন হলেও খুব বিনয়ের সাথে আমাকে বলে বা অনুরোধ করে।
বাসায় কিছু রান্না হলে আর অই মুহুর্তে আমি বাসায় না থাকলে সে তার মা কে বলে ওটা আমার বাবার জন্যে রেখে দাও। সারাদিনের পরিশ্রমের পর মেয়েটার বাবা ডাক শুনলে আমার সব ক্লান্তি নিমিষেই উধাও হয়ে যায়।
ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, আমি আমার ছোটবেলার আশ্রয়ের জায়গাটা বড় বেলায় আমার মেয়ের মাঝে খুঁজে পাই।
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।