ডেল ইন্সপায়রন ৩৪৪২ মডেলের ল্যাপটপে ‘এক্সিকিউটিভ অফার’ নামের বিশেষ একটি অফার ঘোষণা করেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। এ অফারে ৩৭ হাজার টাকা দামের ল্যাপটপটির দাম কমানোর পাশাপাশি বিশেষ উপহার দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ল্যাপটপটি এখন পাওয়া যাবে ৩৪ হাজার ৯৯৯ টাকায় আর এর সঙ্গে একটি শার্ট পাবেন ক্রেতারা।
স্মার্ট টেকনোলজিস কর্তৃপক্ষ জানিয়েছে, ডেলের ইন্সপায়রন ৩৪৪২ মডেলের ১৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ ৮.১ অরিজিনাল সংস্করণ, ইনটেল কোর আই থ্রি প্রসেসর, ৫০০ জিবি হার্ডডিস্ক। ল্যাপটপটিতে এক বছরের বিক্রয়োত্তর সেবাও রয়েছে।
এদিকে, সম্প্রতি দেশের বাজারে অ্যাপলের ম্যাকবুক এয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তায় স্মার্ট টেকনোলজিস ১৩.৩ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার বিক্রি করবে এক লাখ ১৫ হাজার ৫০০ টাকায়।
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।