শাওমির ফোনে ঈদ সেলামি ।





ঢাকা, ০৯ জুন ২০১৮: ঈদুল ফিতর উপলক্ষে শাওমির স্মার্টফোন কিনলেই ঈদ সালামি পাবেন গ্রাহকরা। রেডমি নোট ফোর, মি ম্যাক্স টু, রেডমি নোট ফাইভ এ প্রাইম এবং মি এ ওয়ান মডেলের স্মার্টফোন কিনলে নিশ্চিত ঈদ সালামি পাওয়া যাবে।

ঈদ সালামির আওতায় সর্বোচ্চ নগদ ১০ হাজার টাকা ক্যাশব্যাক ও ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট পাবেন গ্রাহকরা।

এ অফার পেতে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হবে। নির্ধারিত স্মার্টফোনগুলো কিনে ব্রাউজার অ্যাপ ইনস্টল করার পর নির্দেশিত স্থানে কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই আপনার ফোনে মেসেজের মাধ্যমে পৌঁছে যাবে ক্যাশব্যাক অফারের তথ্য।

এ সম্পর্কে বাংলাদেশে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, মি ফ্যানদের মাঝে ঈদকে আরও উপভোগ্য করে তুলতে ঈদ সালামি দিচ্ছে শাওমি। শাওমির সঙ্গে দারুণ একটা ঈদ কাটবে তাদের।

ঈদ উপলক্ষে শাওমির এই অফারের তথ্য দেশের সবকয়টি অথোরাইজড মি-স্টোর, রিটেইল সেন্টার ও মি বাংলাদেশ ওয়েবসাইট থেকে জানা যাবে।

0/Post a Comment/Comments

আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।

নবীনতর পূর্বতন

World's great Post