৬ জিবি র্যাম ভার্সনে এলো হুয়াওয়ে নোভা থ্রি। এতে ডুয়েল সেলফি ক্যামেরায় রয়েছে ২৬টি মেগাপিক্সেল। এছাড়াও ফোনটিতে কিরিন ৯৭০ প্রসেসর ব্যবহৃত হয়েছে।
এতদিন নোভা থ্রি ৪ জিবি র্যাম ভার্সনে পাওয়া যেত।
ডাবল সাইড গ্লাস ডিজাইনে তৈরি এই ফোনটি সারা পৃথিবীতে বেশ আলোচিত ফোন। মিডরেঞ্জের যত ফোন আছে তার মধ্যে এগিয়ে হুয়াওয়ের নোভা সিরিজ।
৬.৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের এই ফোনে ২৩৪০×১০৮০ পিক্সেল পাওয়া যাবে। এতে কিরিন ৯৭০ প্রসেসর ব্যবহৃত হয়েছে।
৬ জিবি র্যামের এই ফোনে ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। স্টোরেজ বাড়িয়ে নেয়া যাবে।
ছবির জন্য আছে ২৪ ও ১৬ মেগাপিক্সেলের লেন্স। সেলফি ক্যামেরা ২৪ ও ২ মেগাপিক্সেলের।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। দ্রুত গতির চার্জ দেয়ার জন্য রয়েছে কুইক চার্জ ৪.০।
অ্যানড্রয়েড অরিও ৮.০ অপারেটিং সিস্টেম চালিত জিপিইউ টার্বো টেকনোলজি ব্যবহৃত হয়েছে।
(ঢাকাটাইমস/৫আগস্ট/এজেড)
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।