নকিয়ার সবচেয়ে শক্তিশালী কনফিগারেশনের ফোন শিগগিরই বাজারে আসছে। এর মডেল নকিয়া জেনজুটসু প্রিমিয়াম ২০১৮। এতে থাকছে ১০ জিবি র্যাম এবং ৪৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
নকিয়ার এই হাই-এন্ডের ফোনটি এই বছরের শেষ নাগাদ বাজারে আসবে।
আকর্ষণীয় ডিজাইন ও উন্নত হার্ডওয়্যারের এই ফোনে রয়েছে ৬৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যা ফোনটিকে কয়েকদিন পর্যন্ত সচল রাখতে সহায়তা করবে।
প্রিমিয়াম সেগমেন্টের এই ফোনে রয়েছে অধিক স্টোরেজ। এটি ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে।
ফোনটিতে আছে ৬.৩ ইঞ্চির সুপার অ্যামোলিড ফোরকে ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট এবং ডেকাকোর ২.৫ গিগাহার্জ প্রসেসর ব্যবহৃত হচ্ছে।
ছবি তোলার জন্য নকিয়ার এই ফোনে বসানো হয়েছে ৪৫ মেগাপিক্সেলের রিয়ার সেন্সর এবং ৩৮ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর।
এটি বাজারে আসলে এর দাম হবে লাখ খানেক টাকার মত।
(ঢাকাটাইমস/৬আগস্ট/এজেড)
একটি মন্তব্য পোস্ট করুন
আশা করি এই টিউনটি আপনাদের ভাল লাগবে। এই সম্পর্কে আপনাদের মতামত জানাতে নিচে কমেন্ট বক্স এ কমেন্ট করুন ! আর নয়তো আমাদের ফেসবুক পেজ এ মেসেজ দিন। টিউনটি ভাল লাগলে ফেসবুক মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ।